গত কয়েকদিন আগে আমার মামা যিনি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তার সাথে দেখা হলো। তিনি এস.এস.সি. পরীক্ষার খাতা পুনঃনিরিক্ষণ (মানে- রেজাল্ট আউট হওয়ার পর নম্বর কম পাওয়ার পর কিছু ছাত্র খাতা আবার নিরিক্ষণ করার জন্য চেলেঞ্জ করে) করতে যেয়ে দেখেন-
১। এক শিক্ষক একটি ছাত্রের সঠিক অংকটি কেটে দিয়ে লিখেছে যে, "অংকটি নির্দিষ্ট নিয়মে করা হয়নি"। পরে শুণ্য দিয়েছে।
মন্তব্যঃ আমি কান্ডজ্ঞান হারা হয়ে গেছি।
২। একটি ছাত্র পেয়েছে ৮০ (আশি)। খাতায় বৃত্ত ভরাট করতে যেয়ে লিখেছে ০৮ (আট)।
৩। কোন ছাত্র উন-এর ঘরে (বলতে- উনষাট, উনসত্তর, উনআশি) থাকে তাকে এক (০১) বাড়িয়ে দেয়ার কথা আছে। এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে আমাদের শিক্ষকদের সম্ভবতঃ নম্বর দিতে অনেক খরচ হয়।
তবুও ভাল শিক্ষক অবশ্যই আছে, যাদের জন্য আমাদের মতো ছাত্ররা তাদেরকে শ্রদ্ধা করি।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ রাত ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




