আজ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত শাহরুখ খানের ওপেন পারফর্ম।এই পারফর্মকে ঘিরে চলছে নানা গুঞ্জন। শাহরুখ খান তার নিজ দেশ ভারতে একঘন্টার অনুষ্ঠান করতে পারিশ্রমিক নেন ৪কোটি রুপি। আর তিনি বাংলাদেশে ৩দিনের ৫ঘন্টাব্যাপী প্রোগ্রামে এসেছেন মাত্র ৫০ লাখ টাকার বিনিময়ে!!!!! তাও তিনি একা আসেননি, সাথে আছে রাণীমুখার্জি সহ ২শতাধিক কলাকুশলি। সবাই মিলে একটি ফাইভস্টার হোটেলে দুই রাত কাটাবেন। তাহলে তাদের আসা যাওয়ার বিমান ভাড়া এবং হোটেল খরচ কি ৫০ লাখ টাকায় মিটানো সম্ভব??? খরচ তো আরো আছে, তাহলে কি ধরে নিব যে শাহরুখ নিজের পকেটের টাকা খরচ করে আমাদের বিনোদন দিতে মহান ব্রত নিয়ে বাংলাদেশে এসেছেন!!!! যদি তাই হয় তাহলে আমাদের ২৫, ০০০ টাকার টিকেট কেটে তার অনুষ্ঠানরাণী মুখার্জির রান দেখতে ২৫০০০ হাজার টাকার টিকেট!!!!!!!!!! দেখতে হবে কেন??? কারো কাছে উত্তর আছে?? আমার জানা নেই। যাই হোক শাহরুখ খানের সাথে বাংলাদেশী আয়োজকদের ৫০লাখ টাকার চুক্তিকে ইতোমধ্যে দেশের আয়কর বিভাগ সন্দেহের চোখে দেখছে এবং তা খতিয়ে দেখতে তদন্ত টিমও গঠন করেছে। কিন্তু ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মুখ থেকে আমরা যা শুনেছি তাতে এতটুকু বুঝতে আর বাকি নেই যে তিনিও কিছু গুর পেয়ে তৃপ্ত হয়ে পড়েছেন। এখন তিনি যা করবেন তাহলো তদন্তের নামে আয়কর বিভাগের কিছু অতিরিক্ত টাকা খরচ করে অম্বডিম্ব উপহার দিবেন!!
ইতোমধ্যে শাহরুখের সাথে আয়োজকদের চুক্তি সম্পর্কে ভিতরের খবর যে টুকু জানা গেছে তা হলো, চুক্তি হয়েছে ১৮কোটি টাকার। আর বাংলাদেশের আয়কর বিভাগকে ফাঁকি দিতে চুক্তিতে লেখা হয়েছে মাত্র ৫০ লাখ টাকা। শাহরুখ খানের হাতে ৫০ লাখ টাকা যাবে বৈধ পথে আর বাকি ১৭ কোটি ৫০ লাখ টাকা যাবে অবৈধ পথে, হুন্ডির মাধ্যমে। যাই হোক আমরা বাঙালি আমরা আমাদের সরকারকে আয়কর ফাঁকি দিব এইটা আমাদের অধিকার!!! কিন্তু প্রশ্ন হলো, শাহরুখ খান ৫০ লাখ টাকা আয়ের চুক্তি দেখিয়ে ইন্ডিয়ান গভঃমেন্টকে তো আর ১৮ কোটি টাকার আয়কর দিতে পারবেন না। তাহলে কি তিনিও ইন্ডিয়ান গভঃমেন্টেকে আয়কর ফাঁকি দিতে যাচ্ছেন? আর এটাই কি তার প্রথম আয়কর ফাঁকির ঘটনা নাকি আগেও দিয়েছেন? আর যদি এটা তার নিয়মিত ঘটনারই একটি হয় তাহলে কি ধরে নিব যে ইন্ডিয়ান আয়কর বিভাগ এবং ইন্ডিয়ান গভঃমেন্টও আমাদের মতই দুর্নীতিগ্রস্থ?????
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



