বিএনপির স্বাধীনতা বিরোধীদের পক্ষ নেওয়া নেতাদের গ্রেফতার করলো পুলিশ । তবে নারী কর্মীদের যেতে দেওয়া হয়েছে । সাদেক, ফখরুল ও রিজভিও গ্রেফতার । অনেক নেতা-কর্মী বাথ রুম ভেঙে পালিয়ে গেছে । আরো কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে পুলিশ । বিএনপির অফিস থেকে প্রথমে পুলিশের ওপর ককটেল মারা হয় । ১০০-এর উপর নেতা-কর্মীকে গ্রেফতারের পর পুলিশ অভিযান শেষ করেছে ।
এবার জামাতের সাথে বিএনপিকেও ডলা দেওয়ার আশঙ্কা । বিএনপি জামাতের পক্ষ নিয়ে দেশের সাথে শত্রুতা করেছে তারই ফল তাদের ভোগ করতে হচ্ছে । বিএনপিকে অবিলম্বে নীতি পরিবর্তন করে জামাত-শিবিরের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিৎ । এতেই দলটির মঙ্গল । দেশের মানুষের কথা ভেবে হরতাল থেকে সরে উচিৎ দলটির ।
ঘটনার সুত্রপাত ওখানে অবস্থানরত জামাত-শিবিরের উস্কানিতে শুরু হয় । পরে বিএনপি কর্মীরাও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে । এখনও নয়াপল্টনের অফিস দাঙ্গা পউলিশ ঘিরে রেখেছে । এই মাত্র খবর পেলাম আবারও পুলিশ গ্রেফতার শুরু করেছে । যতক্ষণ নেতা-কর্মীদের পাওয়া যাবে এই গ্রেফতার অভিযান চলতে থাকবে ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি অফিসে আর কোনও নেতা-কর্মী নেই । ফলে পুলিশের সংখ্যাও হ্রাস করা হয়েছে । এই গ্রেফতারির প্রতিবাদে কাল বিএনপি আর একটি অনাকাঙ্খিত হরতালের ডাক দিয়েছে ।
আল্লাহ হাফেজ
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



