হাহা .হিহি হাহা .হিহি
সুজনের বউ : কী ব্যাপার আয়েশা! তামিম যে এত স্লো খেলল?
আয়েশা: জ্বী ভাবি। তারাহুরা করে ইনিংস অসময়ে শেষ করত (!) তাই ডানো টা ইম্প্রুভ করে খাওয়াতাম। অনেক প্র্যাকটিস করিয়েছি স্লো খেলতে।
সুজনের বউ : কি মিশাইতা ডানো তে? আর সেঞ্চুরির পর যে হাসি দিল! আয়েশা : কিছু কথা থাক না গোপন! আর ম্যাক্স ফেয়ারনেস মাখিয়ে খেলতে পাঠিয়েছিলাম তাই এত সুন্দর লাগছিল হাসিটা
পাপনের বউ : পাপনরে কত বললাম একটা ম্যাক্স ফেয়ারনেস কিনো, চেহারা জোঁকের মত তেলতেলে। কে শুনে কার কথা! তা শিশির সাকিবের পার্ফরমেন্সের রহস্য কী?
শিশির : ও তো রেগুলার বুস্ট খায় তাই এত স্ট্যামিনা! আর লাঞ্চে টিফিন বিস্কুট খাওয়ালাম তাই কী শট গুলা মারল দেখলেন?
আকরামের বউ: ভোটকা টারে কত বলি বুস্ট খাও, শক্তি পাবা, স্বাস্থ্য ঠিক থাকবে,আমাকে 'মৌখিক আশ্বাস ' দিয়াই খালাস! শিশির : জ্বি উনার এই স্বভাবের কথা আমরা জানি আর নামের শেষে 'খান 'তাই যা পায় তাই খায়, বাছ বিচার নাই। তাই তো এই হাল
আকরামের বউ: কিছু বললা?
শিশির : নাহ বললাম মুশফিক রান আউট হইল সে ব্যাপারে মন্ডি কী কিছু বলবা?
মন্ডি : না না আপনারা বলেন আমি শুনছি।(লজ্জার ইমো)
পাপনের বউ: আরে নতুন বিয়া হইছে বুঝলাম, আমাদের সামনে লজ্জা কী? বলো!
মন্ডি : কী আর বলব! কত করে বললাম আসল ফলের স্বাদে গোল্ডমার্ক বিস্কুট খাও লাঞ্চে,সে আমার কথা শুনল না! আড়াই টাকার ইন্টারনেট প্যাকেজ কিনে নেটে ঘাটাঘাটি করে সময় নষ্ট করল, শেষে মাইওয়ান ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে খেলতে নেমে গেল সময়ের অভাবে খালি পেটে দৌড়াতে না পেরে আউট! তারপর ড্রেসিং রুমে এসে আমাকে বলে 'ধুর শ্লা! আড়াই টাকার জিনিস, হাজার টাকার ভাওতা '
আয়েশা : থাক মন খারাপ করো না। এবার না হয় ব্যাড লাক। মুশফিক ভাই তো ভালই খেলছে। দায়িত্ব নিয়ে খেলছে। আমার তামু টা যদি এই ফর্মটা কন্টিনিউ করতে পারে... রিয়াদ ভাইও তো অনেক দিন পর পারর্ফম করছে।
মিস্টি : হ্যাঁ ... অনেক বলে আলুজ চিপস খাওয়া বাদ দেওয়ালাম। চিপস পেলে তো ফ্লাইটের কথাও ভুলে যায়, আর প্র্যাকটিস ...
সুজনের বউ : বাট্টু টারে কত বললাম এইবার কমপ্ল্যানের মডেল হও, একটু লম্বা হও, এই হাইটে পেস বোলিং করা যায় না এর জন্যই ক্যারিয়ারের এই হাল!
শিশির : বাদ দিন না! তিনি তো এখন সাবেক। বর্তমান খেলোয়াড়রা যদি এভাবে খেলে আর আমরা যদি মানসিক ভাবে সাপোর্ট দেই তাহলে এগিয়ে যাওয়া ঠেকায় কে!
পাপনের বউ : বর্তমান খেলোয়াড় রা কত রোমান্টিক!! সাকিব সেঞ্চুরী করে তোমাকে লাভ সাইন দেখালো, ফ্লাইং কিস দিল!! পাপন রে রোমান্টিক কথা বললেই ইমোশনাল হয়ে যায়! আবেগে কাইন্দা লায়! কত বলি যে ভালবাসার আবেগ আর ওই আবেগ এক না!
আয়েশা : তারপর!? পাপনের বউ : তারপর আর কী! মেজাজ খারাপ হয়! মাস খানেকের নিষেধাজ্ঞা দিয়া দেই খাটে ঘুমানোর উপর। বালিশ নিয়া ডাইনিং টেবিলের নিচে ঘুমায়।
শিশির : আচ্ছা!!!নিষেধাজ্ঞা দেওয়া তাহলে এখান থেকে শিখছে!!!
মন্ডি : আচ্ছা বাদ দেন। বাংলাদেশ ফিল্ডিং এ নামছে। আসেন ভালো কিছু আশা করি।
বাকিরা : চলো... (... না বললেও চলবে,)
সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে মিলে গেলে কাকতাল মাত্র
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১