হয়তো এই আইডি্য়া আপনাদের কারো একজনের। হয়তো আইডি্য়াটা সবার কাজে আসতে পারে।আমাদের দেশে আনুমানিক প্রতি পাঁচ জনের এক জনের একটা ডিএসলআর ক্যামেরা আছে। অনেক তো হলো প্রোফাইল পিকচার দেয়া বা সুন্দরী দের ফটোসেশন করার ছবি তোলা। আমি হিংসায় কথাটা বলছি না। এখন চলেন একটা ভালো কাজ করি ।
কাজটা তেমন কষ্টের না।শুধু বাংলাদেশের বিভিন্ন স্থানের ছবি ও লোকেশনের নাম সহ দিবেন।এভাবে পুরো বাংলাদেশের যত সুন্দর জায়গা আছে সব স্থানের ছবি সংগ্রহ করবেন।
আর যদি আপনার ডিএসলআর ক্যামেরা না থাকে ভালো করে যত্ন সহকারে আপনার মোবাইলের ধারন করা ছবি স্থানের নাম সহ পাঠিয়ে দিবেন।
তারপর আমার প্রচেষ্টা হবে সে ছবি গুলোকে গুগল আর্থ ম্যাপ এ প্রদর্শনের জন্য সংযুক্ত করা। আগামী কয়েক দিনের মধ্যে ছবি গুলোকে সংযুক্ত করা হবে।
যদি আমাদের প্রচেষ্টা সফল হয় তবে গুগল আর্থ ম্যাপ এ বাংলাদেশের বিভিন্ন স্থানের চিত্র সুন্দর ভাবে ফুটিয়ে তোলা সম্ভব হবে। এরপর থেকে কোন জায়গা দেখতে কেমন খুব সহজেই ওয়েবে প্রকাশ করা যাবে।
সবাইকে দেখিয়ে দিব বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যসমুহ। বিভিন্ন দেশের পর্যটকেরা এদেশে আসতে গেলে বাছাই করার সুযোগ পাবে এবং আরো অনেক বেশি আগ্রহী হবে।
এভাবে যদি পর্যটক আসে তবে যে খাত গুলো সবচেয়ে বেশী লাভের মুখ দেখবে তা হলো পর্যটন হোটেল, ইকোট্যুরিজম, কুটির শিল্প, গার্মেন্টস ব্যাবসা। পর্যটন শিল্পে দুবাই এর মত উন্নতি করতে পারবে। আমি নিজে ব্যাস্ততার ফাঁকে ছবি সংগ্রহ করছি। আপনারা আমার মত ব্যাস্ততার ফাঁকে ছবি সংগ্রহ করতে পারেন। আপনারা নিজেরা উপকৃত হতে পারেন - কি পারবেন তো ? এখন শীতকালে আপনারা এমনিতে অনেক স্থানে হয়তো ভ্রমণ করে থাকবেন । অনেক অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য ধারণ করে সবাইকে উপকৃত করতে পারেন। আপনি এখানে দেশ ও মানুষের উভয়ের উপকার করতে পারবেন।
আশা করি আপনারা বুঝতে পারবেন কাজটি তেমন কঠিন কিছু নয়। জানি এই প্রজেক্ট খুব বড় হলেও আমি আপনি একসাথে করলে বেশী কঠিন হবেনা এবং সবাই ভালো ফলাফল পাবো।
আর হ্যা আরেকটা কথা ; সেটা হলো আমার কোন ক্রেডিট লাগবেনা।সবাই সাহায্য করুন - কাজটা সফল হবে আপনাদের সহযোগিতায়।
ছবি প্রেরণ গুতা দেন: রিয়াদ
Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৩