এই বছরের শেষে শুয়ে বসে নতুন নতুন গান গুলো শুনে ফেলুন।
আসলে কোন গান বা মুভি হলিউড থেকে মুক্তি পেয়ে হতভাগার দেশে আসতে আসতে ২ বছর চলেই যায় !
আমি কিন্তু গরম গরম নামাইয়া ফালাই
আমি একটা লিন্ক দিচ্ছি যেখানে গানের নাম- আর্টিষ্ট লিখে সার্চ দিন । পরে ডাউনলোড আইকন ক্লিক করলে পেয়ে যাবেন ডাউনলোড পপ-আপ।
despickble me-2 এর Happy গানটি কুটি কুটি - হাগার হাগার মানুষ
পছন্দ করেছে। আমার ও খুব প্রিয়।
এর আগে জেনে নিন কোন গানটা বেশী জনপ্রিয় -পাশে দাম লেখা আছে। অবশ্য আপনি ফ্রিতেই পাচ্ছেন।
গান গুলা ভাল লাগলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি মানুষ থেকে মহৎ মানুষ হইতে পারি।
ডিস্ক্লেইমারঃ কোনটাই আমার সাইট না- আমি স্প্যাম করিনা। স্প্যাম ও স্প্যামার যেখানেই দেখবেন হাতে হারিকেন ধরায় দিবেন। ঈদানিং এগুলা বেশী ফেস করতে হচ্ছে।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২