রবি কোম্পানি দেশপ্রেমিক হওয়ার বিজ্ঞাপন দিতাছে ব্যাপক ভাবে -
অন্যায়কারীকে দেশপ্রেমিকেরা ধরায়ে দেয় - কত ভালো - মনে হয় আমিও দেশপ্রেমিক হয়ে যাই
কিন্তু আপনেরা কখনো এই ভুল কইরেন না - কারণ বিজ্ঞাপনে দেশপ্রেমিক হওয়ার পরের ঘটনা দেখায় না
সুরঞ্জিতের গাড়ির ড্রাইভার এখন কোথায় আর কিভাবে জীবন চালাচ্ছে তাকি দেখায় ?
হলামার্কের কেলেঙ্কারী উদঘাটন করলেন যেই অফিসার উনি আজকে ১২ তা কেস নিয়ে জায়গায় জায়গায় পোস্টিং আর বদলি নিয়ে ঘুরতেছেন ।
আর ভালো আছেন তানভির উনাকে আবার লোনের টাকা দেয়ার ব্যবস্থা হচ্ছে ।
সুরঞ্জিত রেগুলার সংবাদ সন্মেলন করে আমাদের ওয়াজ নসিহত করে যাচ্ছেন ।
ভালো তো, ভালো না ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




