কণ্ঠস্বর হচ্ছে আমাদের মানবীয় আবেগগুলো প্রকাশের অন্যতম শক্তিশালী একটি মাধ্যম।শব্দের মাধ্যমেই মূলত আমরা আমরা আমাদের অগুছানো মনোভাবকে বাস্তবে রুপদান দিয়ে থাকি। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে আমাদের অনুভূতি আমাদের কণ্ঠস্বরকে প্রভাবিত করে না বরং আমাদের কণ্ঠস্বরই আমাদের অনুভুতিকে বিশেষভাবে প্রভাবিত করে। তাই আপনার সর্বক্ষণ আনন্দে থাকা, কষ্টে থাকা নির্ভর করে কিভাবে আপনি আপনার কণ্ঠস্বরকে কথা বলার সময় ব্যাবহার করছেন ।

মনোবিজ্ঞানীরা ১০৯ জন ব্যক্তির উপর এই গবেষণাটি চালিয়েছে তখন তাদেরকে কর্কশ ভাবে কিছু গল্প পাঠ করতে বলেন।পরে সেগু্লো রেকর্ড করা হয়। তারপর সেই রেকর্ডকৃত অডিও ক্লিপটিকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে কণ্ঠস্বরকে পরিবর্তন করে তাদের নিজেদের স্ব স্ব অডিও ক্লিপটি শুনতে দেয়া হয় । পরে দেখা যাই, তারা নিজেদের পরিবর্তিত কণ্ঠস্বর শুনে তারা ভিন্ন ভিন্ন অনুভূতি প্রকাশ করতে থাকে।ঠিক যেই মুডে অডিও ক্লিপটি বাজানো হয় ঠিক সেই মুডই তাদের মাঝে লক্ষ করা যাই।
অর্থাৎ যদি আপনি নিজেকে নিজে খুশি রাখতে চান তবে সবসময় প্রানবন্তভাবে কথা বলার চেষ্টা অব্যাহত রাখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



