
কিছু উক্তি শুনুনঃ
১) " শেখ মুজিব নিজে বাড়িতে বসে থেকে পাকিস্তানি সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।"
২) "স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়ার কোনো ক্ষমতা তখন তার ছিল না।"
৩)" রাজনৈতিক দল হিসেবে সেই আক্রমণ প্রতিরোধের কোনো লাইনই আওয়ামী লীগের ছিল না"
৪)"শুধু তাই নয়, ঢাকায় তার স্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীসহ পুত্র-কন্যাদের ভরণপোষণ ও নিরাপত্তার দায়িত্বও নিয়েছিল ইয়াহিয়ার সামরিক সরকার।"
কথা গুলো আমার নয় । একথাগুলো বলেছেন তথাকথিত মহান বদর উদ্দীন উমর। এগুলো কি ইতিহাসের বিকৃতি নয়?যারা হুমায়ূন আহমেদের 'দেয়াল' উপন্যাসের দুটি অধ্যায়ের জন্য হুমায়ূন আহমেদকে যাচ্ছে তাই বলে গালি-গালাজ করেছিলেন, হুমায়ূন আহমেদ রাজাকার গেলমান অপবাদ দিয়েছিলেন তারা আজ কি বলবেন?
ধিক্কার এই বদরুদ্দিন উমর কে ইতিহাসের জঘন্যতম বিকৃতির জন্য।
বিস্তারিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




