জানি ভাষা গত দুর্বলতা থাকতে পারে , নিয়ম নিতি পালনে ভুল হচ্ছে কি না সন্দেহ আছে । সুতরাং কোন অসঙ্গতি থাকলে আমাকে জানাবেন আমি পরবর্তী পোস্ট এ এই সব বিষয়ে খেয়াল রাখব , কথা দিচ্ছি ।
আগে আমার কথা কিছু জানিয়ে নেই । গত মার্চ মাসের ২২ তারিখে আমার চাকরি চলে যায় । ভাবলাম ইন্টারনেট এ কাজ করবো । দেখি কতদিন চাকরি না করে থাকা যায় । তারপর শুরু হল রাত জাগা । কি করবো বলেন সকালে থাকে লোড শেডিং , তাই রাত জেগে কাজ করতে হয় । গত দুই মাস ধরে সমানে চেষ্টা করলাম । পিটিসি থেকে ছোট খাটো মাইক্রওইয়াকার্স এর কাজ যা পেরেছি , চেষ্টা করেছি । কিন্তু কোন চেষ্টাই সফল হচ্ছিল না । যদিও ওডেস্কের কথা জানি , কিন্তু যে কাজ পারি তা নিয়ে সেখানে যাওয়ার দুঃসাহস হয় নাই । হ্যাঁ তারপর যা বলছিলাম , যখন আমি প্রায় সিওর হচ্ছিলাম নেট এ টাকা পাওয়া পুরোটাই মিথ্যে আর অসম্ভব তখনি আমি আমার প্রথম ১.১০ ডলার পেলাম আমার এলারটপে এর একাউন্ট এ যা গত ৬ মাস ধরে শূনে এর ঘরে মুখ লুকিয়ে পড়ে ছিল ।
আমি এই সাইডটির কথা প্রথমে জানি মাইক্রওইয়াকার্স সাইড থেকে । সেখানে আমাকে উক্ত সাইডটিতে সাইন আপ .২০ ডলারের বিনিময়ে করতে বলে ছিল । এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলা যেতে পারে । আমি মাইক্রওইয়াকার্স এ প্রায় ৩ ডলার আয় করি এবং সেই সময়ে আমাকে সেই সাইড থেকে ব্যান করে দেওয়া হয় । কারন সম্ভবত আমি মডেম ইউস করতাম । আর সেই জন্যে এক এক সময়ে এক এক IP ব্যবহার করতে হতো । সেই কারনে সম্ভবত আমি ব্যান হই । মাইক্রোসাইডটি তে মিনিমাম উইথড্র বেশী হওয়ায় আমি ৩ ডলার হলেও উইথড্র করতে পারি নাই ।
এবার সেই সাইডটির কথাই আবার বলা শুরু করি । এই সাইডটির মিনিমাম এলারটপে উইথড্র ১.১০ ডলার । এটা দেখেই এখানে কাজ করা শুরু করলাম । সেদিনি ১ ঘণ্টার চেয়ে কম সময়ের মধ্যে ৬ ৭ টা কাজ করলাম । কাজ গুলো খুব সহজ ছিল । সুধু কয়েকটা সাইড এ সাইন আপ করা । প্রতিটি কাজ এর জন্যে .২৫ থাকে .২০ ডলার পর্যন্ত পে করবে । আমি কাজ গুলো করলাম । তারপর ৪ ৫ দিন পর যেয়ে দেখলাম আমার কাজ তারা গ্রহন করে পে করেছে । আমার একাউন্ট এ তখন ১.৪০ ডলার । আমি সাথে সাথে উইথড্র করলাম আমার এলারটপে একাউন্ট এ । মজার ব্যাপার হল আমি তারপর এক সপ্তাহ আর আমার একাউন্ট এ লগ ইন করতে পারলাম না । ভাবলাম আবার ব্যান খাইছি । এক সপ্তাহের পরে একাউন্ট এ ঢুকতে পারলাম ( এখন আমি ব্রডব্যান্ড ইউস করি , ইয়ে কি মজা ) দেখলাম উইথড্র পেন্ডিং দেখাইতেছে । আমি লিবারটি রিসারভ এ বাকি টা উইথড্র করলাম । লিবারটি রিসারভ মিনিমাম উইথড্র .১০ ডলার । জোশ না ? কিন্তু তারপর কয়েকদিন যখন দেখলাম পেন্ডিংই দেখাইতেছে তখন সিওর হলাম , এটাও scam আবার ধরা খাইলাম । মন খারাপ করে এটার কথা ভুলে গেলাম । তারপর ৮ তারিখে শেষ বার এর মত ঢুকলাম । অবাক হয়ে দেখলাম পেন্ডিং এ ০ দেখাইতেছে । done এর ঘরে ২ দেখাইতেছে । সাথে সাথে এলারটপে একাউন্ট চেক করলাম কামানো যায়। আমি জানি আপনাদের কাছে ১ ডলার কিছুই নয় । আমার মাসের ইন্টারনেট এর বিল ৮০০ টাকা । সেখানে ১ ডলার তো কিছু না হবারি কথা। কিন্তু একজন যখন দিন এর পর দিন পিটিসি তে ক্লিক করে করে ক্লান্ত । বেশির ভাগি scam আর না হয় মিনিমাম উইথড্র এতটাই বেশি যে পৌছাতে পৌছাতে মনোবল আর থাকে না । আর বেশির ভাগ সাইড এ এসব ছোট খাটো কাজে টাকা পাওয়া যায় না পড়ে পড়ে এক সময় আমি প্রায় নিশ্চিত হয়ে গেছিলাম যে নেট এ আমাদের মতো যারা কাজ জানে না তাদের জন্যে এই জায়গা কখনও না । তাই আমার জন্যে এই এক ডলার একটা অনুপ্রেরনা । এখন আমি বিশ্বাস করি নেট এ টাকা কামানো যায় ।
আমার মতো যারা নতুন তাদেরকে বলবো এই সাইড এ চেষ্টা করতে । আমার এই ১ ডলার আয় করতে কিন্তু ১ ঘণ্টাও লাগে নাই জদিও অর্থ পেতে সময় লেগেছে । সুতরাং আমি আমার মতো যারা নতুন তাদের বলবো এই সাইড এ জয়েন করে কাজ শুরু করতে । আপনারা যদি কিছুটা হলেও অনুপ্রানিত হন তাহলে আমার এই পোস্ট লিখা সার্থক। প্রথমে এই লিঙ্ক এ যেয়ে সাইন আপ করুন ।

নাম , পাস ওয়ার্ড , ঠিকানা , মেইল এড্রেস , এলারটপে একাউন্ট সব ঠিক মতো লিখুন । একটা যোগ করতে হবে । যোগফল লিখুন । তারপরে ক্যাপচা লিখে , টার্মস এবং কন্ডিশন এ টিক দিয়ে সাইন আপ করে ফেলুন । তারপরে ইমেইল এড্রেস এ একটা ভেরিফিকেশন মেইল আসবে । ভেরিফিকেশন করে ফেলুন । সাইন ইন করুন ।

মেম্বার এরিয়াতে যেয়ে দেখুন পেইড টু সাইন আপ নামে অপশন আছে , ক্লিক করুন । তারপর কাজ শুরু করে দিন । দেখবেন একটা কাজের জন্যে এরা .২০ থেকে .২৫ ডলার দিচ্ছে । কাজ শেষ করে প্রুভ হিসেবে লগ ইন আই ডি এবং ভেরিফিকেশন মেইল / ওয়েল কাম মেইল দিলেই চলবে । তাহলে কাজ শুরু করে দিন । ১ ঘণ্টায় ১ ডলার খুব খারাপ না ? কি বলেন । আপনারা ভাল থাকবেন । আপনাদের জন্যে শুভ কামনা । আর হ্যাঁ যাওয়ার আগে পেমেন্ট প্রুভড হিসেবে স্ক্রিন সর্ট টা অ্যাড করে দিলাম । লিবারটি রিসারভ এর টা দিলাম না । আর কষ্ট করতে ইচ্ছে করছে না ।

সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



