একটু ভাবুন তো, আপনি কখনো মানুষের অগোচরে, লুকিয়ে লুকিয়ে কোন ভাল কাজ করেছেন? যা মানুষের কল্যাণ বয়ে আনবে? আমরা কিন্তু আড়ালে অনেক মন্দ কাজ করি। যেমন সুন্দর কোন জায়গায় কেউ না দেখে মতো থুথু ফেলা, পানের পিক ফেলা, সিগারেটের শেষ অংশ যেখানে সেখানে ফেলা এসব হরহামেশাই আমরা মনের অজান্তেও করে থাকি। কিন্তু লুকিয়ে লুকিয়ে কোন ভাল বা জনকল্যাণ মূলক কাজ আমরা করি না বা খুব কম করি। লুকিয়ে লুকিয়ে ভাল কাজ করা মানে আপনি ভেতরে বাইরে সবখানে একই। এতে করে নিজের মধ্যে পারফেকশান প্রখর হবে, আত্মশ্রদ্ধা বাড়বে।
আমরা সব সময় পরিবেশকে দোষারোপ করি। খারাপ কোন কিছু ঘটতে দেখলে হয় তাকে এড়িয়ে চলি বা তাকে আরও উৎসাহ দেই যতক্ষণ না তা নিজের গায়ের উপর এসে না পড়ে। আর নিজের গায়ের উপর এসে যখন পড়বে তখন তা হয়ে উঠে ক্যান্সার। আর সারাবার অবকাশ থাকে না। থুথু উপরের দিকে ছিটলে নিজের গায়েই পড়ে। যেরূপ আজ একজনের অসম্মান বা অপমানকে আমরা নিজের অপমান মনে না করে সরে পড়ছি কাল সেই অপমানেই নিজেকে অপমানিত হতে হবে। কেউ বাঁচাতে আসবে না।
মন্দ ঘটনার সূত্রপাত যখন হয় তখন তা খুবই দুর্বল থাকে একটু সচেতন হলে অঙ্কুরেই বিনষ্ট করা যায়। কিন্তু আমাদের অবহেলায় মন্দ জিনিষটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে একসময় অপ্রতিরোধ্য হয়ে উঠে। যার জন্য দায়ী আমরা নিজেই।
সুতরাং সচেতন হোন। আপনার সমাজকে কিংবা পরিবারকে যদি কলঙ্কমুক্ত দেখতে চান আপনার চারপাশে ঘটে যাওয়া যত অনিয়ম শুরুতেই আপ্রাণ চেষ্টায় বিনষ্ট করে দিন। আপনার এ প্রচেষ্টায় হয়তো একজনের জীবন বাঁচবে, একজনের জীবন গঠনে সহায়ক হবে। এভাবে তিলতিল করে গড়ে তোলা সমাজ একদিন আপনাকে এক অনন্য অবস্থানে নিয়ে যাবে। কে জানে আপনিই হয়তো হয়ে উঠবেন ভবিষ্যৎ প্রজন্মের কোন এক মাহাতির কিংবা মাদার তেরেসা!
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩