সিংগাপুর নাইট সাফারী পার্ক জাওয়ার জন্য সিংগাপুর পৌছেই দুপুরে খেয়ে দেয়ে রেডী হলাম।যেতে যেতে সনধ্যা হয়ে গেলো।একটা জিনিস খেয়াল করলাম সেখানকার বেশীরভাগ ট্যক্সি চালকই বুড়া।যাই হোক জার্নির কারনে খুব টায়ার্ড ছিলাম।সাফারী পার্কে কোনো মতে পা টেনে টেনে ঢুকছি।দেখি অনেক মানুষের ভিড়।উইক এন্ড ছিলো তাই মানুয যেন উপচে পরছে।একটা একটা করে ট্রাম আসছে ার মানুযজন লাইন বেধে উঠে পরছে।ওমা ট্রামে দেখি কোনো কাচ টাচের বালাই নেই!!!!! তাহলে!!!বাঘ সিংহ যদদদদি উঠ ঠে পরররেেে তাহলে!!!!আমাদের শিশুপার্কের ট্রেনের মত সেই ট্রামে আমরা জরসর হয়ে বসে রইলাম।টিমটিমা গতিতে ট্রাম চলা শুরু করলো।েকজন গাইড সামনে দারিয়ে কথা বলছে ।মানে পরিচয় করিয়ে দিচ্ছে কখন কোন প্রানীর সামনে দিয়ে যাব।আর বার বার বলছে যেন আমরা ফ্লাশ না চালাই।এতে পশুরা রেগে যাবে এবং াক্রমন করতে পারে!!!!!!!কি ভয়ের কথা।প্রথমেই আসলো হায়েনা!!!!!the largest hayenas!!!!!গাইড মেয়েটা বলে যেতে লাগলো...they have an excellent digestive system...the can digest bones,teeth......everything!!!বাবারে কই যাই!ভয়ে আমরা শেষ।তারপর সিংহ যখন আসলো ।উফ কতগুলো যে সিংহ!!!!সব ছাড়া।আপন মনে ঘুড়ছে।সামনে দি্যে ট্রামটা েকতু জোরে গেলেও তো পারে!!!ভয়ে যখন আঢমরা তখন সমানে ফ্লাশ মারা শুরু করলো আমাদের ট্রামের লোকজন।কি আজব।এত মানা করা সত্তেও।আর সিংহ রা তো গর্জন করা শুরু করলো!!আর তখন ট্রাম টা থামিয়ে দিলো!!!গাইড ট্রামের লাইট জালিয়ে চেক করতে আসলো কে ফ্ল্যশ দিলো!টখন মনে হচ্ছিলো কি দরকার ছিলো সিংহ দেখার।সিংহ তো ঢাকা চিরিয়াখানায় কত দেখছি!!তারপর বনের মাঝখানদিয়ে আবার ট্রাম চলা শুরু করলো।আন্ঢকার বনের মাঝ দিয়ে ট্রাম চলছে।কোনো লাইটও নাই ফ্যন ও নাই।গরমে সেধ্ধ হয়ে গেলাম!!!একসময় বাঘের সামনে গিয়ে থামলো!!!!
আলোচিত ব্লগ
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই

ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যের বজ্রনিনাদে সোচ্চার হওয়ার কারণেই খুন হতে হয়েছে দেশপ্রেমিক আবরার ফাহাদকে। সেদিন আবরারের রক্তে লাল হয়েছিল বুয়েটের পবিত্র... ...বাকিটুকু পড়ুন
রাজাকারের বিয়াইন

শহীদুল ইসলাম প্রামানিক
রাজাকারের বিয়াইন তিনি
মুক্তিযোদ্ধার সন্তান
ওদের সাথে দুস্তি করায়
যায় না রে সম্মান?
কিন্তু যদি মুক্তিযোদ্ধাও
বিপক্ষতে যায়
রাজাকারের ধুয়া তুলে
আচ্ছা পেটন খায়।
রাজাকাররা বিয়াই হলে
নয়তো তখন দুষি
মেয়ের শ্বশুর হওয়ার ফলে
মুক্তিযোদ্ধাও খুশি।
রচনা কালঃ ১৮-০৪-২০১৪ইং... ...বাকিটুকু পড়ুন
দাসত্বের শিকল ভাঙার স্বপ্ন দেখা এক ক্রান্তদর্শী ধূমকেতু ওসমান হাদী।
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে যে ধরণের রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে, তাহলো বিদেশী প্রভুরদের দাসত্ব বরণ করে রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের মানুষের উপর প্রভুত্ব করা , আর... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন
সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।