ভালো লাগে হাঁটতে, চেনা পথগুলোতে। খুঁজে বেড়াই চেনা মুখ।
এবারের বইমেলাতে ভাষাচিত্র থেকে প্রকাশিত হচ্ছে আমার কবিতার বই ,"বিষণ্নতায় একা" ।
ভালোবাসার এক অদ্ভুত কাল হলো বিরহকাল।
ভালোবাসার কবিতায় ভরা বইটা আগামী শুক্রবারে পাওয়া যাবে বলে আশা করছি, ৩৭৯/৩৮০ নং স্টলে।
প্রচ্ছদ: রবি খান।
প্রকাশক: খন্দকার সোহেল।
শুভেচ্ছা সবাইকে।
দেখা হবার প্রত্যাশায়।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


