তোমরা যারা শহরবাসী, ঈদে গ্রামে আইয়ো
রেখে দিছি পিঠা পায়েস, মজা করে খাইয়ো।
গাঁয়ের মানুষ সহজ-সরল, পরাণ খুলে হাসে
এসেই দেখো গাঁয়ের মানুষ, কত ভালবাসে।
ঈদের দিনে ঘুরতে নেবো, সকল পাড়ায় পাড়ায়
মেমান দেখে মানুষগুলি, হাত বাড়িয়ে দাঁড়ায়।
বাটিতে দেবে ঈদের পিঠা, খাঁটি দুধের পায়েস
হাপুস হুপুস খাবে তোমরা, মিটিয়ে মনের আয়েশ।
আইয়ো তোমরা আইয়ো কিন্তু, আইয়ো আমার বাড়ি
যাওয়ার সময় সঙ্গে দেবো, পিঠা দইয়ের হাঁড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





