এই সিএনজি এই সিএনজি, যাবেন?
কোথায়?
বনানী।
ভাড়া কিন্তু সাড়ে তিনশ, গেলে খালি উঠেন।
আরে চাচা, মিটারে আপনার যত উঠে তত দিব, খোলেন
ঢাকা বোধয় নতুন আইছেন, ফোটেন।
এই সিএনজি এই সিএনজি, খাড়া।
ব্রেক চেপে দাঁড়ালো সেই চালক
বনানী যামু দরজা খোল্
ধুমধারাক্কা বসলো গিয়ে
হ্যাণ্ডসাম এক বালক।
বনানী এসে নামলাম
হঠাৎ আমি থামলাম
তাকিয়ে দেখি সেই চালকের
মুখ গিয়েছে ফুলে।
কী হয়েছে চাচা?
`মিটার ছাড়া ভাড়া চাইতেই
দাঁত নিয়েছে তুলে।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



