কিল আর ঘুষিতে, ছাত্রকে পেটালেন
মনে যত ঝাল ছিল হেডস্যার মেটালেন
নাক মুখ ফুলে ওঠে, ডাক্তার দেখছেন
পিতামাতা পাশে বসে, শরীরটা সেকছেন
বেতমারা মানা তাই, নিজ হাতে মারলেন
রাগীস্যার রাগগুলো ঠিকমতো ঝারলেন।
তারপর আর কি, ফুসে উঠে পাবলিক
এইভাবে মারপিট নয় কোন ভাল দিক
কিল-ঘুষি-লাথিমারা, সন্ত্রাসী কাণ্ড
ঠনঠনা ছিল বুঝি টিচারের ভাণ্ড
এইভাবে কিলাকিলি, করে কোন বিচারে?
জবাবটা দিবে কি, মাথা গরম টিচারে?