ছড়া আমার দুষ্টু ভীষণ, খামছি দিবে
মুখ বাড়িয়ে সামনে গেলে, ঘুষি দিবে।
ছড়ার সামনে বুক ফুলিয়ে, করলে বড়াই
যায়না বলা ধুমধুমাধুম, বাধবে লড়াই।
লড়াই করে ছড়ার সাথে, পারবা না
ভাবো যদি কী আর এমন, হারবা না
আমার সাথে বাড়াবাড়ি করলে, পরে
খামছি-কিলে কামড়ে দবে, ঘাড়ে ধরে।
তখন যদি ভে ভে করে আমায় ডাকো
একটি বারও মুখ ফিরিয়ে চাইব, নাকো।
তখন?