এই ব্লগটি মূলতঃ ছবির মাধ্যমে গল্প ফুটিয়ে তোলার ব্লগ। একসাথে সবগুলো ছবি ব্লগের প্রিভিউতে চলে এসে পুরো হোম পেইজ জুড়ে থাকছে। তাই অনুরোধ থাকল, ক্লিক করে পোস্টের মূল গল্প পড়বেন। আমি ইচ্ছে করে এখানে বড় একটা প্যারাগ্রাফ তৈরি করেছি। সবাইকে ধন্যবাদ।
---------------------
---------------------
---------------------
---------------------
গল্পের শুরু...
আল্লাহ সুবহানা তা'লা পবিত্র কুরআনের সূরা ইব্রাহীমের ২২ নাম্বার আয়াতে বলেছেনঃ
"যখন সব কাজের ফায়সলা হয়ে যাবে, তখন শয়তান বলবেঃ নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোন ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে, আমি তোমাদেরকে ডেকেছি, অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছ। অতএব তোমরা আমাকে ভৎর্সনা করো না এবং নিজেদেরকেই ভৎর্সনা কর। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই। এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। ইতোপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরীক করেছিলে, আমি তা অস্বীকার করি। নিশ্চয় যারা জালেম তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৮