এখন কটা বাজে? দাড়াও দেখি .. দুপুর ১২.০৩। অবশ্য আমার মোবাইল ফোনের ঘড়িটা ৭ মিনিট আগে আগে চলে। তার মানে এখন বাজে ১১.৫৬। একটু একটু খিদে পেয়েছে কিন্তু এখনি খাব না, ১টা বাজলে তারপর খেতে যাব। আমার লেখা গুলো এখনো প্রথম পাতায় জায়গা খুজে পাচ্ছে না, তাই আমার মন ভালো নেই। মন খারাপ হলে কি বেশী খিদে পায়? জানি না।
আচ্ছা সময় এত তাড়াতাড়ি ছুটে কেন? সকাল হতে না হতেই রাত চলে আসে। একটু আস্তে আস্তে চললে অনেক ভালো হতো।
আজ বাইরে অনেক রোদ, তাকানো যাচ্ছে না। একটু একটু ঠান্ডা পড়েছে মনে হয়। ভোরের দিকে কম্বল গায়ে দিতে হয়, ভালোই লাগে।
এখন আর লিখব না, পড়ে লিখব কেমন?
বাই বাই.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




