নাস্তিক মানেই হিন্দু । [/sb
এই মন্তব্যের কারনে ধর্মে ধর্মে মারামারি লাগানোর সুড়সুড়ি আছে।
অবিলম্বে এই ধরনের মন্তব্য ডিলীট করা উচিত।
যিনি এই লেখাটা লেখেন তাঁর এখানে ক্ষমা চাওয়া উচিত।
আমি এই মন্তব্যের ঘোর বিরোধী।
নাস্তিকরা কি হিন্দু ধর্ম থেকে আসে নাকি ?
আর কথা হল ব্লগের নাস্তিক গুলিকে হিন্দু ই বা বলবে কেন ?
জগতে যত নাস্তিক আছে সবাই হিন্দু বলে হিন্দু ধর্মকে আঘাত করা হল ।
আমি একজন হিন্দূ হয়ে এর প্রতিবাদ করছি , নিন্দা করছি এই মন্তব্য কারী কে।
প্রত্যেক ধর্মাচারীর কাছে নিজের নিজের ধর্ম সম্মান ও গর্বের।
আমি আমার ধর্ম পালন করি অন্য ধর্ম কে সম্মান জানিয়েই । এটাই সকলের করা উচিত বলে মনে করি ।
আর এ ধরনের পোষ্টে সকলের প্রতিবাদ করা উচিত। ইন্ধন না দিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




