জাহিদুল ইসলাম সুমন
কিশোরী তোমার চোখ দুটি ভাবনার রাজ্য
মায়াবী চোখে তাকিয়ে দেখি সুখের সম্রাজ্য।।
ঐ চোখে হাজার স্বপ্ন নিত্য উদিত হয়
নিরব টানে জয় করেছ আমার এই হৃদয়।।
ভালবাসা হারায় না সখি,হারায় যা, মোহ,
তোমাকে ভালবাসায় নেই কোন মোহ।।
তাতে আছে সত্যতার সুন্দর বীজ বপণ
তাই সরাওনি মন থেকে করেছ আপন।।
বছরের পর বছর তুমি একেঁছ যে ছবি
সেখানে আমার স্থান বুঝিনি আমি,
তোমার মাঝে খুজঁতে গিয়ে এই আমাকে
পেয়েছি অসীম সুখে সীমাহিন প্রেমে।।।
বুকফাটা আর্তনাদে নিজেকে করেছো প্রেয়সী
তোমার বুকে আমার বাস বুঝতে কেন দাওনি।।
অপার হয়ে চেয়েছিলাম তোমার পথ পানে
জানি একদিন সত্য হয়ে আসবে আমার মনে।।
কাজল চোখে চেয়ে দেখি না বলা ভাষা
তোমার মনে আমার বাস,মনে শত আশা।।
লুকিয়ে রাখা স্বপ্ন গুলো কাজল চোখে ভাষে
ঐ চোখেতে হাজার স্বপ্ন নিরব প্রহর গুনে।।

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৮ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


