জাহিদুল ইসলাম সুমন
তোমার যা অাছে উজার করিবে অামায়,,
ভালবাসায় চিরদিন ঘিরে রাখব তোমায়।।
তোমার চোখে ছল ছল জল মুছে নেব অাবার
দুঃখ গুলো মুছে দেব দুষ্ট ভালবাসায়।।
ভাবিও না হারিয়ে যাব নিরব কোন সন্ধায়
অাচলে তোমার বেধেছ অামায় অজানা এক মায়ায়
অজান্তেই হাসি অামি যখন হাসো তুমি
তোমার কাদনে বুকের মাঝে উত্তাল ঝড় শুনি।।।
নিরব অভিমাণে যখন কাদে মায়াবী দু চোখ
অজান্তেই ভাড়ি করে অামার সারা বুক।।।
উত্তাল মনে ছুটে চলি তোমার খুশির পানে
কিশোরী তোমায় ভালবাসতেই সুখ অাসে মনে।।
সোনা,কড়ি,হিরা,জহর কিছুই চাওনি তুমি
যা চেয়েছ ভালবাসা,সবার চেয়ে দামি।।।
উজার করিলাম প্রেম অামার সাক্ষি অাছ তুমি
জানে না কেউ তা জানে অন্তরজামি।
ডায়রীর পাতায় লিখেছ তুমি তোমার শপথমালা
যাবেনা ভুলে নিরবতার শত অাগাত জ্বালা।।
বলিবেনা কভু অাগাতের স্বরে স্বজন প্রীতির জ্বালা
ভালবাসায় মুছে নেবে না বলা সব অবহেলা।।
সখি ভালবাসায় দুঃখ অাছে,অাছে হাজার জ্বালা
অাগাতে অাগাতে সুখে দুঃখে চলে প্রেমের খেলা।
কাদো কাদো চোখের কোণে এক বিন্দু জল
ভরসার বাণী এল,মনে দিল বল।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


