সকাল হয়েছে,ঘুম আসেনি দু চোখে আমার!
তোমার ডাকে সারা দিয়ে রাতটি গেল
অপেক্ষার সুখে।
স্বপ্ন নামক যে দূরন্ত অনুভুতি!
তোমার নামে লিখে দিলাম শেষে।
সুন্দর অতীত গুলো কতই না মধুর ছিল?
ঘুম ভাংগত কিশোরীর চির চেনা মুধুর সুরে,
এই ওঠো,সকাল হল পাখিরা ডানা মেলে উরছে
দূর আকাশের পানে।
তোমাকে দেখার তরে আমি যে বেকুল হয়ে
নিষেধের ডোর ভেংগে ছুটে এসেছি তোমার পানে।
কিশোরীর হাসিমাখা মুখ সুখ এনে দিত মনে
তখনো ঘোর কাটেনি,সোনালী অালো অাসেনি চোখে
নরম অনুভুতিতে সমস্ত ঘুমের অবসান শেষে।
হাতটি হাতে রেখে অালতো স্পর্শে কপাল ঘেষে
কে যেন সুখ দিল ব্যকুল করার প্রয়াসে।।।
ঝড়তার অবশান করে কিশোরীর হাতে হাতটি রেখে
পথচলা স্মৃতি গুলো স্বপ্নের মত চোখে ভাষে।
ক্ষনিকের অলসতায় অপেক্ষার প্রহর গোনা শেষে
বালিকার চোখে যে অশ্রু ছিল তাতে মিশে ছিল
না বলা শত অাবেগের কথা
কাছে অাসার ব্যকুলতা।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


