যদি এমন হয়!!
তোমার ঘুম ভাংগে আমার ডাকে?
পৃথিবীর সমস্ত সুখ,নিরব আলিংগনে।।
মধুর স্পষ্টর্শে স্বর্গ সুখ আসে ঠুট যোগলে??
বড় তৃপ্ত হতে কাছে পাওয়ার সুখে??
সত্যিই একদিন সুখ হয়ে আসব তোমার দোয়ারে!!
যদি এমন হয়!!
পৃথিবীর প্রাচুর্য ছেড়ে আসি তোমার ধারে
তোমার আচঁলে বেঁধে রেখে আমায়??
পৃথিবীর দুঃশাসন ভুলিয়ে দিবে কি?
ভুলিয়ে দিবে কি একাকিত্বের বন্চনা??
একাকী প্রবাসের নিরব বেদনা??
আমি তোমার আঁচলেই সুখ খুজেঁছি,,
হাজার প্রহর তোমায় ভেবে
নির্ঘুম রাত তোমার খুজেঁ
অশান্ত বুকে তোমার ছোয়াঁ খুজেঁছি।।
তোমাতেই আমার সমস্ত সুখের ঠিকানা পেয়েছি।।
যদি এমন হয়!!
ছোট্ট কুঁটিরে তুমি আমি দুই বেলা দুই মুঠো খেয়ে
শান্তির শঁয়ানে জরিয়ে রাখি তোমায়
তুমি তৃপ্ত হবে অকৃতিম সেই সুখে??
পার্থিব প্রাচুর্য তোমার পায়ে লোটাবেনা জানি
বিলাষিতার শিকল পরে হবেনা সুখের রাণী।।
পৃথিবীর প্রাচুর্য আমাকে সুখ দিতে পারেনি।।
ভালবাসার মোহে সদা বিভোর আমি
অতৃপ্ত মনে তুমিই শান্তনা,তোমাতেই সুখের নীঁড়!
আমার রাজ্য অগোছালো,তোমার মাঝে স্বস্তি,
তোমাতে লোকায়িত সুখ,ভালবাসার মুঁর্তি।

সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৯ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


