বসন্তের শেষ বিকেলে প্রতিক্ষার
প্রহর গুনা কিশোরীর স্মৃতির বাকেঁ
নিজের অজান্তে হয়েছিলাম ভালবাসার কবি।।
একে একে বসন্ত অবসান হচ্ছে প্রকৃতির নিয়মে
দিন যায়,রাত যায়,শীত যায় বসন্ত আসে প্রকৃতিতে
কিশোরীর মনে জমে থাকা অভিমানের অবসান আসেনি শেষে।।
বছর পাচেঁক ফেলে আসা স্মৃতি গুলো আঁকড়ে ধরে তাকে
অবুঝের মত পতুল খেলায় মেতে উঠা
বালিকার স্বপ্নের রাজা হয়েছিল কেউ, বুঝে উঠার আগে।।
জীবন্ত কবিতার সুচনা কিশোরীর অবুঝ খেলার ফাকেঁ
বালকের হাতের লিখায় ফুটে উঠত
অবুঝ কিশোরীর সরল ভালবাসার প্রতিচ্ছবি।।
ভালবাসা বাসি কিংবা প্রতিক্ষার স্বাধ বুঝার সাধ্যাতিত
বালিকা মনের অজান্তেই অপেক্ষার প্রহর গুনত ছিপছিপে
সাদা-মাটা কালো বর্ণের সাইকেল ওয়ালার পথে।।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৯ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


