চোখের কোণে অভিমাণী অশ্রু ঝড়ে
কিশোরী তোমার পাগলামীর ছলে,,
এ যেন ভালবাসার আরেক রুপ
সুপ্ত প্রেম প্রকাশীবার তরে।।
ভালবাসার শত রংয়ে তোমারি ছবি
তোমার রুপে মুগ্ধতা করেছে আমায় কবি।।
শিল্পীর মত রং নিয়ে আকি হাজার ছবি
রং তুলিতে নয়,আমি যে তোমার ভালবাসার কবি।।
কবিতার উপমায় লিখি,তোমার দেয়া স্মৃতি
হৃদয় কোণে ভেষে আসে কাজল তোমার আখি।।
গাল বেয়ে ঝড়ে পড়া প্রতিটি অভিমানি ফোঁটা
হৃদয়টা চৌচির করে,নিথর হয় দেহটা।।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৯ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


