উরন্ত জাহাজগুলো খুব বেশি মানুষ খেকো হয়ে গেল শেষে
লাশ নামক চৌকোণের সুন্দর বক্সটা তার পেটেই নিত্য আসে।
একটি লাশের কথা বলব,প্রবাসীর লাশ!
শত ব্যথা,শত আগাত,সুন্দর অতিতকে চাপা দেওয়া
যোবকটা যখন লাশ হয়ে চকচকা বক্সে চোখ বুঝে শুয়ে থাকে
পৃথিবীর সেরা ঘুমটা খুজে পায় নাম হয় লাশ,প্রবাসী লাশ!
সূর্যের আগেই ডিউটি নামক নিয়মতান্ত্রিক যুদ্ধের অবশান আজ
মোবাইলের এলার্মে গভির ঘূমের অবশান করিবে না
ভোর হবার আগেই নাম তার লাশ!প্রবাসী লাশ!
ক্রেনের নিচে,গাড়ির নিচে,বড় কোন পাথরের তলে
হাজার লাশের ভির জমেছে,
স্বপ্নের পথে স্বপ্ন ছেড়ে,নাম হয় লাশ!প্রবাসী লাশ!
সুন্দর বক্সের নরম তুলিতে সৌখিন কোন আতর মেখে
উরন্ত জাহাজে ফিরে আসা,নির্জিব দেহটা
নাম তার লাশ!প্রবাসী লাশ!
তাজা রক্তের গরম দেহ ঘুমের ঘরে শীতল হচ্ছে
স্বপ্ন গুলো দুঃস্বপ্ন হয়ে হতাশার জালে ভাসছে
ঘুমের ঘুরে নির্জিব দেহ নাম পাচ্ছে লাশ!প্রবাসী লাশ।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৯ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


