সুনিপুণ তুমি,
সংজ্ঞায়িত করলে খুব সুন্দরী
ঠোট জুগল যেন পদ্ম ফুলের পাপড়ি,
হাসিতে যেন নয়না-ভিরাম মুগ্ধতার ছানি.।
সহজ কথায় তুমি অপুর্ব সুন্দরী।।
আমার চোখ দিয়ে দেখিবে যে তোমায়
বিশ্বময় পাবে না খুঁজে তোমার মত কাউকে আর
তোমার রুপে পুড়িবে সে যেমন পুড়েছি আমি
তোমাতে মজিবে সে,
যেমন মজেছি আমি সর্বদা তোমার ডোরে।।

সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


