
কস্টের খোজে জীবনান্দের বনলতার আছে গিয়ে বললাম," কিছু কস্ট দিবেন?"
উনি বললেন "সবই তো কবি সাহেবকে দিয়ে দিয়েছি"
সুনীলের নীরা কে বললাম, ভালবাসা চাই না, কস্ট চাই। দিবেন ?
মুচকি হেসে চলে গেলেন।
নচিকেতার নীলাঞ্জনাকে বললাম আপনার কাছেও কি কোন কস্ট নাই ?
বলল ," গায়ক তার সুরে আমার দেয়া কস্ট গুলো ঢেলে দিয়েছেন"
একবিন্দুও কস্ট খুজে পেলাম না কোথাও
একটুকরো হাসি আছে সম্বল তাই দিলাম তোমাদের তরে।
ভালবাসা রইল তোমাদের প্রতি, হারিয়ে যেও না।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



