আজ সকালে…
অফিস চলতি পথে হটা। চোখ আটকে গেল… এক বাবা তার দু হাতের মুঠোয় পূরে রেখেছেন তার স্কুল পড়ুয়া মেয়ের হাত। যেন এই কনকনে ঠান্ডা তার আদরের মেয়েটির হাত স্পর্শ করতে না পারে। কেন জানি এই দৃশ্য টি দেখে আমার দু চোখ জলে ভিজে গেল…
আজ থেকে অনেক গুলো বছর আগে… ঠিক এভাবে আমার আব্বু আমার হাত গুলো তার দুহাতের মুঠোয় ধরে রাখতো,যেন শীতের হীমেল হাওয়া তার ছোট্ট সোনামনির হাত দুটি স্পর্শ করে যেতে না পারে।
সেই ছোট্ট সোনামনি আজ অনেক বড়। সময় এর প্রয়োজনে আজ বাবার কাছ থেকে অনেক দূরে।
আব্বু, আমি কি আর কখনো এভাবে রোজ ভোরে এভাবে তোমার সাথে পথ চলতে পারবো না?
সময় আজ আমাকে কেন এত বড় করে দিল…?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




