বুকডা ফাইট্যা যায়....
তবু মুখ বুইজা থাকি,
জিহবায় পাত্থর বাইন্ধ্যা।
আগে একটা সন্মান আছিলো
পরিচয় দিলে হারাবিশ্বের মাইনসে চিনতো
এহন হেই পরিচয়েই হাত পরচে
মান ইজ্জত যা আছিলো তা শেষ।
কি নিদারুন কষ্ট!
বুকডা ফাইট্যা যায়....
তবু মুখ বুইজা থাকি,
জিহবায় পাত্থর বাইন্ধ্যা।
ছিলাম তো এক নাম্বারে
টাইন্যা কোতায় নামাইলো খুইজ্যাই পাই না.....
বুক বাইন্ধ্যা আশায় থাকি-
বেশী দিন চাপায় রাখতে পারবো না।
দামাল মায়ের কামাল পোলা!
সাহস কার রাখবো দমাইয়া
এই দামাল জাতিরে সবসময়!
আইবো আবার হেই সোনার দিন।
আবার বুক ফুলাইয়া হাটুম
মুখে দিয়া মিস্টি পান
কইমু ছেচ্যা হাসি দিয়া
আমরা যে এক নাম্বার!
না যদি অয়, তোরা সবে আয়
কোতায় গেলি, রাস্কেল অষ্টধাতু,
কামিন চধু, কুল বরফি, আর ফকা!
সাথে লইয়া আয় সব নিকগুলি।
গালি আর পরচচ্র্চার
খুলে দে ভান্ডার,
ওই নিয়া করুম বিশ্বজয়
হইমু আবার এক নাম্বার!
দেকুম ঠেকায় কোন শালা
হাটুম আবার বুক ফুলায়া!
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



