"আত্মীয় বাড়ীতে বেড়াতে গিয়ে ড্রইং রুমে বইসা আচি। লঘুভার গালগল্পে বেশ সময় কাটাইতাচি। এরম সময় রঙ্গমঞ্চে আগমন ঘটল বাড়ীর কর্তার তিনবছর বয়সী বদের হাড্ডি দুষ্টু খোকার। পুরা দিগম্বর, যাকে বলে জন্মদিনের পোষাক। কর্তা আমাদের সামনে বেশ বিব্রত। ছেলেকে বললেন - বাবা, আম্মুর কাচে যাও! কিন্তু ছেলে একটুও বিব্রত না, বরং সদর্পে ঘোষনা করলো - "হাইগা আইলাম!"
এবার রঙ্গমঞ্চে কর্তাগিন্নীর আবির্ভাব। বাচ্চাকে নিয়ে টানতে টানতে নিয়ে গেলেন। যাওয়ার আগে আরেকটা ঘোষনা দিয়া গেল - "আরও হাগুম!"
বাচ্চা মনস্তত্ত্ব বেশ মজার। এদের অপরিপক্ক কিন্তু বিকাশমান বুদ্ধিমত্ত্বায় কোনটা গুরুত্তপূর্ণ আর কোনটা গুরুত্ত্বহীন তা বেশ গবেষনার দাবী রাখে। সমাজ ব্যবস্থার স্বাভাবিক নর্মটাকে এরা থোড়াই কেয়ার করে এ সময়টাতে। তাই সময়টা বেশ কিরিটিক্যাল বাবা-মার জন্যে। সাবধানে থাকতে হয়।
শিশুমনস্তত্ত্ববিদদের মতে, পারিবারিক বা সমাজ ব্যবস্থায় এরকম খোকারা নিজের সঠিক অবস্থান খুঁজে না পেয়ে নিজেকে জাহির করার জন্যে নিজের বিভিন্ন কাজকে সজোরে ফলাও করে প্রচার করে সকলের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করে। যেমন এ শিশুর মহান বানী - "হাইগা আইলাম!" বা "আরও হাগুম!"। নিজের সুকীর্তিটাকে ফলাও করে সকলের দৃষ্টি আকর্ষনের চেষ্টা।
তবে বয়স কালে সবই ঠিক হয়ে যায়। না হলে হেমায়েতপুরে সিট বরাদ্দ দিতে অয় ।
----------------------------
ডিসকেলেইমারঃ এই পোস্টের লগে দুর অতীত, সাম্প্রতিক অতীত, বর্তমান, বা ভবিষ্যৎ গালাগালি করা কোন বগারের কুনো রুপ কুনো সমপর্কো নাই। কেই কোন মিল পাইলে হেইডা হের নিজস্ব কল্পনা, এই ব্লগার দায়ী নহে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

