
গানের আর্তিতে কেউ বলেছিল
বনমালীকে পরজনমে হতে রাধা
শুধু এইটুকু ইচ্ছেই কি -
তার মনরুমালে ছিল বাঁধা ?
আশ্লেষে ছুঁতে যাই আবেগ
বারবার শুনি এই গান
কিছুটা বুঝি বা বুঝিনা
টের পাই অমোঘ টান ।
জন্ম কি সত্যিই পূর্বনির্ধারিত ?
তাৎক্ষণিকতায় মুহূর্তদের বাঁচতে দেখেছি
' গীতা'তে তো সিদ্ধহস্ত নই
অবসরে প্রিয় কবিতা পড়েছি ।
পুজ্ঞীভূত বিরহের অজ্ঞলি সাজাই
কারন , পৌত্তলিক তো আমি
ব্রহ্মকে বুঝিনি , জেনেছি শুধু
আমায় নিয়ে খেলেছ তুমি ।
খোঁজ নেওয়া হয়নি আজও
বনমালী রাধা হয়েছে কিনা
পাইনা তবুও তোমায় খুঁজি
দেখি , বাঁচি আজও তুমিহীনা !
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



