
শীত মাখা কথারা কাঁপতে কাঁপতে
জড়ো হয় মনের কোনে
শব্দ হয়ে উঠতে তাদের বড়োই কুন্ঠাবোধ
স্মৃতিকথার বন্ধুকে , আজ
নিছক 'পরিচিত' --
এই শব্দতেও ভূষিত করতে দ্বিধাবোধ হয়!
ছাইয়ের নীচে আগুণ জ্বলে যেমন
গহীন মনের কথামালারা জ্বলতে থাকুক তেমন!
আর স্মৃতিভস্ম আটকে থাকুক অতীত প্রশাখায়
এককালে যা ছিল সহজাত
আজ তার সামনে দাঁড়াক আড়াল-চৌকাঠ!
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






