
বদলানোর জন্যই বদলে গেছে পথ
জানতে চায়নি কেউ মতামত!
মন কেনো তবু স্মৃতির বশ?
পদাবলীর সুরে বিরহের পরশ!
জীবন কী মায়া-কাঁথা না পাটিগণিত ?
কে কবে করেছিল মোহিত!
সেই দূরত্বের হিসেব রাখেনি সময়
চাঁদনী-রাত আজও বিষাদ কথা কয়!
বাতাসে শুধুই হাহুতাশ রাশি রাশি
হঠাৎ বাজলে দ্বাপরের বাঁশি
শীত-ঘরে কেঁপে ওঠে মনি-কর্ণিকা
জোছনা-নূপুর খুলে রাখে রাধিকা!
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


