কেন যে, কেন যে হঠাৎ
কোন নাম না জানা ভোরে
কারো মুখ খুব মনে পড়ে,
মনে পরে অকারণ স্পর্শের,
কাছে বসার এক তীব্র বাসনার।
কতটা পথ, কতটা জীবন বাকি,
তারপরও,
অচেনা হাসি মনে হয় বড্ড চেনা,
অচেনা পথের ছায়ায় মায়ার টানাপোড়েন ।
সমস্ত পৃথিবী থেমে যাক,
নিঃস্তব্ধতায় ঢেকে যাক চরাচর,
শুধু তার নিঃশ্বাসটুকু বাজুক কানে,
সমস্ত ব্যস্ততার অস্ত হোক দিনের শেষে ,
শুধু তার একটুখানি ছায়া নামুক চোখের কোনে।
হয়তোবা আসবে না সেই দিন,
তবু প্রতিটি সন্ধ্যায় অপেক্ষায় থাকি
হৃদয়ের নির্জন স্টেশনে
শেষ ট্রেনের জন্য
যা হারায় দূরে ফেলে যাওয়া ধোঁয়ার রেখায়।
ভয় হয়,
যদি সে পড়ে ফেলে আমার গোপন ভাঙচুর,
যদি দেখে, আমি জল হয়ে উবে গেছি
অদেখা মেঘের কুয়াশায়।
অযথা তাই, হাসি আকি মুখে,
কানায় কানায় ভরে তুলি সাজানো সুখের গল্প,
আর চুপিচুপি ভালোবাসি,
যেন সে না বোঝে,
তার জন্যই আমার সমস্ত ব্যথার জন্ম।
কেউ কেউ আসে জীবনে,
না এসেও ,আমাদের সমস্ত জীবন
দখল করে নেয়।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:২১