নিঃশব্দ শূন্যতার ভেতর দাঁড়িয়ে
আমি খুঁজি এক হারিয়ে যাওয়া তোমায়
নগরজীবনের কোলাহলে চাপা পড়ে
তোমার কণ্ঠস্বর যেন কোন প্রাচীন সংগীত,
শুধু আমার স্মৃতিতে বাজে ক্ষীণ তরঙ্গে।
হাঁটতে হাঁটতে পেরিয়ে যাই অলিগলি
যেখানে একদা ছায়ার আড়ালে অপেক্ষমাণ তুমি,
এখন সেখানে শুধুই অধারেরা ভিড় জমায়
দেয়ালে রোদ জমে কিন্তু তোমার ছায়া নামে না।
তোমার ফেলে যাওয়া সুবাস এখনো বেঁধে রাখে আমাকে,
মাঝে মাঝে ভুলিয়ে দেয় আমি একা নই,
তবুও প্রতিটি গন্ধে খুঁজি তোমার শরীরের সুর,
যা হয়তো আজ লেগে আছে অন্য কারো ভিন্ন প্রভাতবেলায়।
আমি জানি, তুমি এখন অন্যের ব্রাশে আকা ছবি,
অন্য কারো অলিন্দে দোল খাও
তবু আমার আকাশে জ্বলে ওঠা তারারা জানে, ভালোবাসা কখনো মুছে যায় না
শুধু রূপ পাল্টায়, নাম পাল্টায়, সময়কে ঠকিয়ে বেঁচে থাকে।
ও কপালের বিন্দু একদিন আমায় বিবস করেছিল
আজ সেটাই বিদায়ের আলো হয়ে ঝলকে উঠে
আমাকে অন্ধ করে দেয়।
এখন আমি, নিঃশব্দ পদক্ষেপে ফিরে যাই
একটা অতল রাতের দিকে,
যেখানে হয়তো তুমি নেই,
তোমার অনুভব নেই,
তোমার সুবাস নেই,
তোমার তিব্র আলিংগন নেই,
তোমার উষ্ণ বুকের ওঠানামা নেই,
ঘন সুবাসিত নিঃশ্বাস নেই,
তবু ভালোবাসা আছে
শুধু রূপান্তরের প্রতিক্ষায় ।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৮