একদিন তোমাকে ছেড়ে চলে যাব।
তখন আমায় স্বার্থপর ভাবতে পার,
ভেবো।
ওই দিন ওমনটা ভাবনায় আমার কিচ্ছু যায় আসবে না
নির্বিকার মুখে কাঠিন্যরে বুকে নিয়ে
নিশ্চুপ চোখ বুজে সয়ে নেব সব কটু কথা।
কোলাহলহীন সন্ধ্যায় হঠাৎ হেঁটে যাবো
পিছন ফিরে চাইবো নাকো ,
চেনা গলির ভেজা দেয়াল, কিংবা
তোমার ডাক, কিছুই নয় তখন জরুরি বিশেষ!
এক গাদা মেঘ জমে থাকা মন নিয়ে
চলে যাব দূরে, হয়ত না ফেরাদের শহরে,
যেখানে কাঁধে হাত রাখে না কেউ।
তুমি ভাববে লোভী কিংবা পরনারী আসক্ত
ভাবতেই পারো,
কারণ ভালোবাসা না পাওয়া মানুষেরা
অভিযোগের পাথরেই চাপা পরে।
তবে জেনে রেখো
যতোবার ভেংগেছ আমায়
আমি গড়ার স্বপ্নে বিভোর ছিলাম।
তোমার নরম উমের ভেতরেই
চিরকাল থাকার বাসনা ছিল আমার।
তবু যদি চলে যাই একদিন
জানবে, ভালোবাসা সবসময় ফিরে চায় না।
কখনও কখনও
ভালোবাসাও হাঁটে উল্টো পথে
নির্বাক, অভিমানী, কিন্তু কঠিন সত্য।
তোমার জন্য রেখে যাওয়া নীরাবতাই
আমার শেষ কবিতা।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৯