নিশ্চল পায়ে হেঁটে চলি আজও
ভুলের ঘ্রাণে ভেজা পথ ধরে।
এক একটি দিন যেন এক একটি ক্ষত,
দিন শেষে তবু জ্বালি আশার প্রদীপ।
চেনা প্রতারকের চোখে দেখি
অচেনা প্রেমের প্রতিচ্ছবি
ভেবেছিলাম, এবার বাঁচব বুঝি,
কিন্তু হাত বাড়িয়ে পেলাম কেবল শূন্যতা।
স্মৃতির গায়ে ধুলো জমেছে বহু,
তবু মাঝে মাঝে জেগে ওঠে ওরা
তুমুল বৈশাখে ঝড়ের মতো,
নীরব মাঘের শীতল হাহাকারে।
স্মৃতির আঘাতে জীর্ণ-শীর্ণ আমি
আশ্রয় খুঁজে ফিরি
অসাধ্য কোনো দেয়াল ঘরে
যেখানে নেই প্রবেশ-অধিকার।
তবু ফিরে ফিরে যাই,
নিরাবতা হেথায় প্রহরী হয়ে পথ রোধে।
অন্দরে ভিড় করা অতীত ছায়া
ফিরিয়ে দেয় স্বার্থপরের মতো।
তবুও হাঁটি, নিঃসঙ্গ পদচারণায়,
নতুন কোন ভুলের অপেক্ষায়
চোখে সাজাই স্বপ্ন,
হৃদয়ে বুনি আশার বীজ,
কারণ স্বপ্নই তো শেখায়
প্রেম যদি মিথ্যে হয়,
তবে ভালোবাসা চিরন্তন সত্য।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২৫ সকাল ১১:৫০