রক্তাক্ত ১৫ আগস্ট
হাসান কামরুল
ঘটনাবহুল আগস্ট, রাজনীতির ট্রান্করোডে
উচ্ছশৃঙ্খল জোয়ান, দেশি বিদেশি কুচক্রী মহল
সাজোয়া যান ৩২ নম্বর রোড,
মসজিদের মোয়াজ্জিন। আল্লাহু আকবার ধ্বনি
শহর জুড়ে লাল র্কাফ্যু
ট্যান্ক ছুটছে
ঘুমিয়ে পড়া শহরের রাস্তা দিয়ে
গন্তব্য ক্যান্টমেন্ট থেকে রাষ্ট্রপতির বাসভবন
ঘুটঘুটে কালো অধ্যায়ে আচ্ছন্ন শহর
রাজনীতির ভাগ্যাকাশে জড়ো হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন
এরই মাঝে নিরাপত্তা বলয় বিদীর্ণ !
বুলেটের আঘাতে জর্জরিত নারী শিশু পূত্রবধু
প্রাণহীন বঙ্গবন্ধু, প্রাণহীন বঙ্গমাতা
প্রাণহীন ধর্ম নিরপেক্ষতা।
বাকরুদ্ধ লাল সবুজের পতাকা !
বিষাদের বাতাসে প্রতিবাদী রেডক্রস ময়দান
৭ই মার্চের ভাষন। রক্তাক্ত দেয়াল
বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি!
রক্তে রঞ্জিত বিমর্ষ প্রিয় সিড়ি
ইথারে ভেসে উঠে খুনিদের নির্লজ্জ আস্ফালন
দেশজুড়ে শোকের মাতম
নীরব প্রতিবাদে শহর ছেড়েছে শান্তির পায়রা
খুনিদের রক্ষায় ইনডেমনিটি
তারপর ২১ বছর
রাষ্ট্র নিশ্চুপ! খুনিরা পুরস্কৃত
কেউ রাষ্ট্রদুত, কেউ সংসাদ!
এ এক অপুরণীয় অধ্যায়।
রক্ত গঙ্গায় সিক্ত ইতিহাস
বেঈমানের তিলকে বাংলার আকাশ
রক্তের ¯্রােত মিশে গেল বঙ্গপোসাগরাবধি
আহা! বঙ্গবন্ধু আজো বেচেথাকতো যদি!
পেয়ে যেতাম স্বনির্ভরতা
মাথা উচু করে বেচে থাকার ভরসা।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




