ভাইয়া আপনে কি রুনি রে চিনেন?
কোন রুনি, ইংল্যান্ডের প্লিয়ার
ভাইয়া খালি মজা লুটেন
বাহ! এখানে মজা লুটার কি আছে?
আরে ভাইয়া রুনি এমপি রুনি
ও আচ্ছা তাই বলো।। উনার নাম রুনি না রনি গোলাম মওলা রনি
যাই হোক। উনি কিন্তু বাপের ব্যাটা
ও তাই বুঝি, তুমি কি তাইলে মায়ের ব্যাটা?
ভাইয়া আপনে খালি মজা লুটেন।।
তো বলো কি হইছে।। রনি আবার কি করলো?
কিছু করেনাই ভাইয়া, উনি স্ট্যাটাস দিছেন “তাসের ঘরে বাশের খুটি, অন্তরালে কিসের ঝুকি”
এইড্যা আবার কি?
আরে ভাইয়া আওয়ামীলীগরে বাশ দিছে।।
ভালোই তো, একটা বাশের দাম ১২০টাকা, ফ্রি বাশ পেলে খারাপ কি?
ভাইয়া, এতো ফান কইরেন নাতো।।
বুঝাইয়া বলো,
আরে ভাই, উনি এমপি হইয়াও জেল খাটছেন, কম কষ্টের কথা তাও আবার সরকারে থেকে
ভালো
কি বলেন ভাইয়া ভালো না, জেল খাটা কি ভালো এইড্যা কি কন?
আরে না, নেতারা জেল না খাটলে বড় নেতা হইবে ক্যামনে।।
আচ্ছা ভাইয়া, আইতাছি, একটু ছোট রুমে যাবো তারপর কথা হবে।।
ওকে।।
আমি সাইন আউট হইয়া গেলাম।। রাতে যখন ফেবুতে ঢুকলাম।। দিখি
হ্যালো ভাইয়া আছেন না গেছেন।। আপনে তো আওয়ামীলীগের মতন........
মানে কি?
আওয়ামীলীগ যেমনে করে রনি রে জেল খাটাইছে।। আপনি ও তো তাই
কি ভাবে?
আমার কথা শেষ না হতে, অফ লাইনে গেলেন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




