রাষ্ট্রপতির পদ্মাসেতু পরিদর্শন : আমজনতার ভাবনা
বিগত ২৪শে এপ্রিল তারিখে ২২তম নুতন মহামান্য রাষ্ট্রপতি জনাব মো: সাহাবুদ্দিন শপথ গ্রহন করেন ।
নুতন মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন ও স্বাগতম ।
বিগত ২৬শে এপ্রিল তিনি টুঙ্গীপাড়া যাবার পথে পদ্মাসেতু পরিদর্শন করেন ও ছবি তোলেন ।
দেশের প্রধান ব্যক্তি হিসাবে তিনি তা করতেই পারেন । পদ্মাসেতুতে অবস্হান , ছবি তোলা ইত্যাদি
ঐতিহাসিক ভাবে গুরুত্ব বহন করে ও মনের ইচ্ছাগুলোর বাস্তবায়ন , নিজেকে প্রশান্তি আনে ।
কিন্ত আমজনতার আবেগ এখানে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছে । তিনিও কিছুদিন পূর্বে আমজনতারই
অংশ ছিলেন , তিনি এখন আইন প্রয়োগের প্রধান ব্যক্তি ।
আম-জনতার প্রশ্ন পদ্মাসেতুতে অবস্হান , ছবি তোলা ইত্যাদি নিষিদ্ধ হলে তিনি কিভাবে পারলেন এবং
আমজনতার ইচ্ছা পদ্মাসেতুতে অবস্হান , ছবি তোলা এসবের বাস্তবায়ন কিভাবে হবে ?
এ সংক্রান্ত একটি লিংক দেখে আসতে পারেন : -
Padma Bridge Visit
তাহলে আপনি কি ভাবছেন ?
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৮