ব্লগের সকল ব্লগার ও সংশ্লিষ্ট সকল বোন ও ভাইদের প্রতি থাকল আমার নুতন বর্ষের শুভেচ্ছা
Forework 2024
এই নববর্ষে আমরা ব্যক্তিগত ও সামাজিক এবং রাজনৈতিক ভাবে বিভিন্ন সমস্যার
মুখোমুখি হবো এমন সম্ভাবনা অনেকেই ব্যক্ত করেছেন ।
তাই ব্লগে আমরা গতবারের মতো বিভিন্ন ক্যাচাল টেনে না এনে সকলের মধ্যে
ভাতৃত্ব বন্ধন জোরদার করি, নিজদের সাহিত্য কথা লিখতে থাকি আর কোন ব্লগার বিপদে পড়লে
সাধ্যমত সাহায্যর প্রস্তুতি রাখি, তাহলে আমার মনে হয় ব্লগার হিসাবে পরিচয় দেবার একটা
প্লাটফরম থেকে সাহসের সাথে সবার জন্য কিছু একটা করতে পারব ।
Firework : Sydney 2024
এখানে একটা লিংক দিলাম যেখানে দর্শনার্থীরা কি রকম উৎসাহ নিয়ে একদিন আগে থেকে মাদুর
বিছানা পেতে বসে ছিল এই মাহেন্দ্রক্ষন উপভোগ করার জন্য । উল্লে খ্য যে, এই সময় আশে পাশে র সকল হোটেল
বুক হয়ে যায় উচ্চ ভাড়ায়, যেখানে বসে তারা আরাম করে প্রিয়জন নিয়ে ড্রিংক করে আর এই সময়টা
সেরা সময় বলে উদযাপন করে ।
Firework : Live
ব্লগারদের মাঝে যে আত্নিক বন্ধন কমে গেছে তার বিভিন্ন ঘটনাক্রমে বুঝা যায় ।
আমরা সব কিছুতেই মডারেট এর প্রতি তাকায়ে থাকি , এমনকি এইযে ব্লগ দিবস হচ্ছে না,
আমার ধারনা অধিকাংশ ব্লগারের প্রানবন্ত সাড়া না পাওয়াতে কার্যক্রম হচ্ছেনা ।
একটি প্রতিষ্ঠানকে বাচাঁয়ে রাখতে হলে প্রতিষ্ঠানের সদস্যদের আন্তরিকা অত্যন্ত প্রয়োজন ।
কোন কোন সময় ৮০০ থেকে ১২০০ পর্যন্ত ব্লগার অনলাইনে দেখা যায়,
কিন্ত বাস্তবতা হলো ১৫ থেকে ৩০ জন সার্বক্ষনিক ভাবে ব্লগে দেখা যায় ।
সুতরাং ব্লগারদের কি ভাবে এই প্লাটফরমে , সুন্দর পরিবেশে ফিরায়ে আনা যায়
২০২৪ সালে মডারেট এর এই একটি দ্বায়িত্ব পালনের অনুরোধ থাকল ।
এবারের নুতন বর্ষে আমি সিডনীতে আছি , তাই কিছু Firework ব্লগারদের জন্য দিলাম ।
নুতন বর্ষ সবার জন্য ভালো কিছু বয়ে আনুক এই প্রার্থনা করি ।
এক তথ্যমতে এবার ৮০০০০ আতশবাজি হয়েছে যা চারলক্ষ দর্শনার্থী ঐ সময়ে একসঙ্গে দেখেছে ।
এইযে প্রতিবার সিডনীতে উৎসব পালন হয়, কর্তৃপক্ষ কি বলছে , আসুন জেনে নেই :
আমরা সিডনির সাথে আট বছর নববর্ষ উদযাপন করছি : প্রতি বছর আমরা একটি সাধারণ থিম বেছে নিই যা সিডনি
এবং এখানকার জনগণের আশা আকাঙ্খাকে প্রকাশিত করে - যেমন 'সিটি অফ কালার' বা 'টাইম টু ড্রিম',
তারপর প্রাণবন্ত পরিবেষ্টিত মিডিয়া, বিজ্ঞাপন, অনলাইন উপাদান এবং অত্যাশ্চর্য অনুমানগুলির মাধ্যমে
প্রতিটিকে প্রাণবন্ত করে তোলে, লেজার বীমের সাহয্যে সিডনি হারবার ব্রিজের পাইলন।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩১