ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি- ইলিশ মাছের ডিম
ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি- দিনের বেলায় হিম
কেয়াফুলে ঘুণ লেগেছে, পড়তে পরাগ মিলিয়ে গেছে,
মেঘের সীমায় রোদ হেসেছে, আলতা-পাটি শিম্
ইলশে গুঁড়ি হিমের কুঁড়ি, রোদ্দুরে রিম্ ঝিম্
হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশে গুঁড়ির নাচ,
ইলশে গুঁড়ির নাচন্ দেখে নাচছে ইলিশ মাছ । (সংগৃহীত)
সুসাদু ইলিশ এখন আলোচনার শীর্ষে,
মাছ নিয়ে রাজনীতি হবে ভাবতেও পারিনি ।
একজন উপদেষ্টা আবেগ তাড়িত হয়ে বলে বসলেন আমরা ইলিশ খাবো
তারপর অন্যকথা, ভারতে রফতানী হবে না ।
হঠাৎ করেই সংবাদ এলো ৩০০০ টন ইলিশ ভারতে রফতানী হচ্ছে ।
ফলে আমাদের স্হানীয় বাজারে নাকি ৩০০ টাকা দর প্রতি কেজিতে বাড়ান হলো ।
কেমন যেন এলোমেলো ঠেকলো ।
এরই মধ্যে দেখলাম ভোক্তা অধিকার থেকে অভিযান চালানো হলো এবং প্রকৃত রহস্য হলো যে,
১৪০০ টাকার প্রতি কেজি ইলিশ ২২০০ টাকায় কাওরান বাজারে বিক্রয় হচ্ছে , ফলে ৪২০০০.০০ জরিমানা
করা হলো ।
আমরা স্বাধীনতা পেয়েছি তাই সব ক্ষেত্রেই স্বেচ্ছাচারিতা ।
ইচ্ছে হলো দাম বাড়ায়ে ৭০০ টাকা প্রতি কেজিতে লাভ করব, ইচ্ছে হলে কাঊকে পিটায়ে মারব
বা গান শুনিয়ে ও মারব, বা মনে হলেই যে কোন মামলায় শত্রুকে নামের লিষ্টের শেষ দিকে যোগ করে দেবো ।
দেখা গেল যে , সে হয়তো বিদেশ আছে বা নির্বাচন কমিশনের মত , মৃত মানুষ ও ভোট দেয় ।
এই ইলিশ নিয়ে খোদ চাঁদপুরে আরকটি রমরমা ব্যবসা শুরু হয়েছে ,
অন লাইনে দেখবেন চটকদার বিজ্ঞাপন, অতি সস্তায় ইলিশ পাবেন , প্রথমে ৫০০ টাকা দিয়ে বুক করবেন
ঘাটে প্যাকিং হয়ে মাছ আসলে ওটিপি পাবার জন্য সবটাকা দিতে হবে । এমন বাহানায় সব টাকা পাবার পর
আম ছালা দুটোই যাবে ।
বিষয়টি স্হানীয় প্রশাসন জানেন তথাপি কেন বন্ধ হচ্ছেনা জানিনা ।
তবে প্রতিদিনই এই সুসাদু ইলিশের জন্য সহজ সরল লোক প্রতারিত হচ্ছে ।
( যেমন : ইলিশের বাড়ি চাঁদপুর, চাঁদপুর ইলিশ বাজার, ইলিশের হাট চাঁদপুর, ইত্যাদি )
প্রশাসন এ ব্যাপারে নীরব কেন ???
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৬