বিজয়ের মাসে ১৬ই ডিসেম্বর বিজয় উৎসব পালন করে আসছি ৫৩ বৎসর ধরে,
এখানে কারও একার এই বিষয়ে অধিকার নেই । কোন সরকার এর অবমাননা করলে ,
ইতিহাস তাকে ক্ষমা করবে না ।এবং এটির একমাত্র অধিকার থাকবে স্বাধীনতাকামী মাঠ পর্য়ায়ের
মুক্তিযোদ্ধা, সাধারন আম জনতা এবং যুদ্ধাহত পরিবার সমূহর ।
সুতরাং কোন রাজনৈতিক দল দেশের শাসন ক্ষমতা নিতে পারে, ভোটে জিতে দেশ চালাবে কিন্ত
তাই বলে তার অপকর্মর দ্বায় দেশে কেন নেবে ???
তেমনি বর্তমান অন্তর্বতী সরকার কি তাদের কার্যক্রম দিয়ে নিরপেক্ষ অবস্হান প্রমান করতে পেরেছ ???
সংস্কার কি দৃশ্যমান ? প্রশাসন কি নিরপেক্ষ ??
তাহলে কেন এত রক্তপাত , এর দ্বায় কে নেবে ???
অন্যদিকে রাজনৈতিক দল গুলো নির্বাচন দ্রুত চায়, যেন ক্ষমতার মসনদে বসা যায়
এর মূল কারন হলো যে, ১২০ দিন পার হয়ে যাবার পরও দৃশ্যমান বিশ্বাসযোগ্য পদক্ষেপ না থাকায়
সাধারন মানুষের মাঝে হতাশা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে ।
সুতরাং বিজয়ের মাসে প্রত্যাশা করি সকলে মিলে বিজয় দিবস পালন করুক
এবং সকল স্টেক হোল্ডার মিলে একটি জাতীয় ঐক্যর স্বার্থে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে
দ্বায়িত্বশীলতার পরিচয় দিয়ে দেশ ও জনসাধারনের জন্য শান্তি ও স্বস্হির বার্তা বয়ে আনুক ।
পাদটীকাঃ আমি কেমন আছি, আপনি কেমন আছেন, শহর আর গ্রামের সাধারন মানুষ কেমন আছে?
বাজার সিন্ডিকেট কি ভাঙ্গতে পেরেছে ? নিজকে প্রশ্ন করুন, আপনার পাশের লোককে প্রশ্ন করুন ।সহজ উত্তরটি পেয়ে যাবেন ।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:১৬