যাও তবে এ গ্রীষ্মে ঘর্ম কলেবর
পাতার বদনাম ঘুচাও নড়েনা সে
তাপাগত ওষ্ঠে 'হা প্রেম' ডাকিও যদি
এইবার নিশ্চয় ফিরিবেনা জানি
অবাক মরদ-প্রেম নিশানা বিহীন
পাশ-ওপাশ পেরোয় বেদনা নিঃসীম
তোমার হাতে থাক কালের লেখনী,ও
প্রিয়,সাজাও বর্ণসব তোমার ইচ্ছা
ধায় গরু খুর উঁচিয়ে ঐ পারঙ্গম
ধূলোর ধেয়ানে জানি পাল্টাবে প্রহর
পাতাসকল জেগে উঠে বহালে বায়ু
ধীর এসকল দিন ধাইবে দারুণ
অসার প্রেমের গীত থামুক ইঙ্গিতে
সকল প্রেমের গাথা জাগুক রুধিরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



