রাজনীতির মণ্চে দঁড়িয়ে যে নেতা
প্রত্যশার কথা বলে
আমি দেখেছি তার শোষকের রূপ ।
বিত্তশালীর বিত্ত বৈভবে বৈচিত্রের বিড়ম্বনা
চোখ ধাঁধানো প্রাচুর্যের সাথে যে বসবাস করে
আমি দেখেছি
ঐ বিত্তশালীর ঋণ খেলাপি রুপ।
ভালবাসার মধুর সপ্নে বিভোর করে
জীবনের সমস্ত সুধা দিয়ে যার অস্তিত্ত কামনা করেছিল
আমি সেই বিখ্যাত প্রেমিকেরও দেখেছি
প্রতারনার রূপ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




