তোমার ললাটের লাল টিপ
যেন গোধুলি লগ্নের ডুবন্ত লাল সূর্য--
তোমার উচ্ছরিত প্রানোচ্ছাস-------
যেন সমুদ্রের উপকুলে আনন্দে ঊদ্বেলিত
সফেদ ফেনার ঢেঊ।
তোমার প্রকৃতি যেন
অরণ্যের গহীন প্রকৃতির নির্জনতা।
তোমার শ্বাশত ভালবাসা হৃদয়ের অন্তঃস্থ
নির্যাতিত সুবাসের মিষ্টি গন্ধের ন্যায় মনোমহিনী।
আমার ভালবাসা আমি হারিয়ে যাচ্ছি তোমার অস্তিত্বে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




