আমি মানুষকে ভালবাসি, আমি মানুষ ঠিক সেই কারনে । ভালবাসা আছে তাই পৃথিবীটা টিকে আছে । মানুষকে ভালবাসার মতো ভাল কাজ আর হয় না ।
আমরা যখন কোন বিপদে পরি আমরা তখন মানুষের কাছেই ছুটে যাই ।।আবার কেও বিপদে পরলে মানুষ সবার আগে এগিয়ে আসে ।
কেও যদি বিপদে পরে তখন মানুষ রাই ছুটে আসে তখন তো ধর্ম দেখেন না.
সবারি ধর্ম আছে । আর সবারি নিজের ধর্ম পালন করার অধিকার আছে । আমরা তাতে কোন প্রকার বাধা দিতে পারি না ।
আমি মুসলিম নিজে কে ধন্য মনে করি , যে আমার ধর্ম আমাকে মানুষকে ভালবাসতে শিক্ষা দিয়েছে কারও ধর্মে আঘাত করার শিক্ষা আমার ধর্মে নাই । আমাদের নবী করিম (সাঃ) সব ধর্মের মানুষকে ভালবাসতেন আর ঠিক সেই কারনে তিনি মহান ।
আমাদের নবীজি তো সব ধর্মে মানুষকে ভাল বাসতেন,,তবে আমরা তাতে না কেন ।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




