গাছ সাধারনত নিজের খাদ্য নিজেই তৈরী করতে পারে,অন্যান্য গাছের মত মাংসাশী গাছও খাদ্য তৈরী করতে পারে। সাধারনত এরা ভেজা নীচু পরিবেশে জন্মায় যেখানে মাটিতে খনিজ উপাদান কম থাকে,তাই খাদ্য তৈরীতে প্রয়োজনীয় খনিজ উপাদান সংগ্রহের জন্য এদের মাংশল প্রাণী শিকার করতে হয়। ফাদ পেতে বা বিষাক্ত রসের মাধ্যমে এরা শিকারের কাজ সম্পন্ন করে।
ফাদ দুরকমের হতে পারে,কোনো কোনো উদ্ভিদের সচল অঙ্গ নিকটে শিকার আসলেই ঝাপিয়ে পরে।কোনো কোনো উদ্ভিদ নি:শ্চল, ফাদ নিয়ে বসে থাকে,পতংগ নিজেই কখনো মধুর লোভে কখনো কৌতুহলের বসে ফাদে এসে ধরা দেয়।
কিছু শিকারি উদ্ভিদের নাম-pitcher plant,Sundew plant,Venus's-flytrap
ভিডিও দেখুন,একটি অসহায় ব্যাঙের পরিণতি-Venus Flytrap vs. Frog
মাংশাসী উদ্ভীদের ফাঁদে ইদুর-
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১২ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




